December 17, 2025

होली बड स्कूल में मना स्वाधीनता दिवस समारोह, खड़गपुर ग्रामीण थाना प्रभारी मोहम्मद आसिफ सनी ने किया झंडात्तोलन

0
IMG-20220815-WA0223

হোলি বাড স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
————————————————
খড়গপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দেবলপুর হোলি বাড স্কুলে আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন খড়গপুর লোকাল থানার ওসি মোহাম্মদ আসিফ সানি। উপস্থিত ছিলেন কল্যাণী চন্দ মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার গৌতম চন্দ , স্কুলের প্রিন্সিপাল মেহজাবীন চৌধুরী প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে আসিফ বাবু ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্যে বলেন , তোমাদের ভালোকরে পড়াশোনা শিখে অনেক বড় হতে হবে , দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আর তাহলেই সার্থক হবে আজকের শপথ ।


অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বক্তৃতা , অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় সফল ৭৩ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। স্কুলের ছাত্র – ছাত্রীরা নৃত্যানুষ্ঠান ও নাটক পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সম্পাদক জাহির চৌধুরী ।

खड़गपुर पौर सभा वार्ड 5 देवलपुर के होली बड इंग्लिश मीडियम स्कूल में पूरी मर्यादा सहित स्वाधीनता दिवस पालन हुआ. खड़गपुर ग्रामीण थाना के ओ.सी मोहम्मद आसीफ सनी ने झंडोत्तोलन की . कल्याणी चंद्र मेमोरियल ट्रस्ट के अध्यक्ष एवं समाज सेवक गौतम चंद उपस्थित थे. इस कार्यक्रम में क्विज , अंकन व वकतृता प्रतियोगिता हुई जिसमे 13विजयी प्रतिभागियों को पुरस्कृत किया गया .छात्र – छात्राओं ने नृत्‍य व नाट्य अनुष्ठान भी प्रस्तुत किए .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *