Covid Vaccination: Plasma & Blood Donation implications

550
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

 

রক্তদান, প্লাজমা দান ও ভ‍্যাকসিন গ্রহন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ‍্য…

#Covid_Plasma_Donation #Blood_Donation_Challenge
#Covid_Vaccination…

Dr. Ritam Chakrabarty,
MD (Transfusion Medicine)
Kolkata, West Bengal, India.

 

1. I have taken covid vaccine. When can I donate whole blood/ sdp?

A: You can donate blood / sdp after completing 28 days from your date of vaccination.

2. I have donated blood/ plasma / sdp. When can I take the Covid vaccine?

A: There is no deferral period. You can take the vaccine anytime after donation. However it is generally recommended that you do not take the vaccine on the same day of blood donation!

3. I have taken covid vaccine. Can I donate convalescent plasma?

A. As of today (23.4.21) there is no clear Indian guideline. Combining USFDA and existing Indian criteria, you can donate convalescent plasma 28 days after vaccination, provided you have recovered from COVID within the last 6 months.

4. Is the 28 day deferral period applicable for 1st dose or second dose?

A. Both.

5. So, can I donate in between 2 doses of vaccine?

A. Yes. The gap between 2 doses being 6-8 weeks, you can donate blood in the 4-8 weeks window between 2 doses.

Advertisement
Advertisement
Advertisement

6. Is this 28 day deferral period applicable for all types of present and future COVID vaccines.

A. Yes. In order to prevent any confusion among donors and different blood centres across the country, GOI has kept a common deferral period for all covid vaccines eg. Covishield, Covaxin, Sputnik etc etc.

7. I had covid infection. When can I donate blood again?

A. You can donate blood / plasma after 28 days of recovery from covid.

8. What do you mean by “recovery”?

A. Recovery can be taken as either discharge from hospital / safe home or end of isolation or negative RTPCR.

9. I am a woman. Can I donate convalescent plasma?

A. You can donate plasma only if you have never borne a child.

10. I never tested positive for covid. But incidentally my blood tested positive for covid antibodies before vaccination. Can I donate convalescent Plasma?

A. There is no Indian National guideline on this yet. However, as per USFDA and Govt. of West Bengal criteria, you can donate plasma without any deferral period.

#covidplasma #blooddonationchallenge #covidvacccines

Source: Guidelines of USFDA, NBTC, WB-SBTC

#কোভিড_টিকাকরণ
#রক্ত_ও_প্লাজমা_দান
কিছু প্রশ্নোত্তর
বাংলায় অনুবাদ :- ডাক্তার সুকন্যা বন্দ্যোপাধ‍্যায়
***************************
১) আমি কোভিড ভ্যাকসিন নিয়েছি। কতদিন পরে আমি রক্তদান বা সিঙ্গল ডোনার প্লেটলেট দান করতে পারি?

উ: আপনি টিকাকরণের ২৮ দিন পূর্ণ হওয়ার পরে রক্ত/সিঙ্গল ডোনার প্লেটলেট দান করতে পারেন।

২) আমি রক্ত/প্লাজমা/সিঙ্গল ডোনার প্লেটলেট দান করেছি। আমি কবে ভ্যাকসিন নিতে পারি?

উ: আপনি রক্ত/প্লাজমা/এসডিপি দান করার পরে যে কোনো সময়ই কোভিডের টিকা নিতে পারেন, তবে সাধারণত দানের দিন টিকা না নেওয়াই উচিৎ।

৩) আমি কোভিড ভ্যাকসিন নিয়েছি। আমি কি কনভ্যালেসেন্ট কোভিড প্লাজমা দান করতে পারি?

উ: আজ (২৪/৪/২১) পর্যন্ত ভারতীয় আইনে এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট নিয়মাবলী নেই। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কমিটি তথা পশ্চিমবঙ্গের রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বর্তমান নিয়মানুযায়ী আপনি কোভিড টিকা নেওয়ার ২৮ দিন পরে কনভ্যালেসেন্ট প্লাজমা দান করতেই পারেন, যদি আপনি বিগত ৬ মাসের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে থাকেন, তবেই।

৪) এই ২৮ দিনের ব্যবধান কি কোভিড টিকার প্রথম না কি দ্বিতীয় ডোজের ক্ষেত্রে প্রযোজ্য?

উ: দুটোই।

৫) তাহলে কি আমি টিকার দুটি ডোজের মধ্যবর্তী সময়ে রক্ত/ প্লাজমা দান করতে পারি?

উ: হ্যাঁ। সাধারণত, কোভিড টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ৬ থেকে ৮ সপ্তাহ ব্যবধান রাখার কথা সরকারি নির্দেশিকায় বলা আছে। সুতরাং প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যবর্তী ৪ থেকে ৮ সপ্তাহের ফাঁকে আপনি রক্ত বা প্লাজমা দান করতেই পারেন।

৬) এই ২৮ দিনের ব্যবধানে রক্তদান কি বর্তমানে প্রচলিত কোভিড টিকা এবং ভবিষ্যতে যে ধরণের টিকা আসতে চলেছে, সব ক’টির ক্ষেত্রেই প্রযোজ্য?

উ: হ্যাঁ। এই ব্যাপারে বিভিন্ন ব্লাড সেন্টার ও রক্তদাতাদের মধ্যে কোনো রকম বিভ্রান্তি আটকাতেই ভারত সরকার প্রচলিত কোভিশিল্ড, কোভ্যাকসিন এবং আসন্ন স্পুটনিক ভি — সব ধরণের টিকার ক্ষেত্রেই রক্তদানে একই ব্যবধান রাখার নির্দেশ দিয়েছেন।

৭) আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। আবার কবে আমি রক্তদান করতে পারি?

উ: আপনি কোভিড থেকে নিরাময়ের ২৮ দিন পরে রক্ত/প্লাজমা দান করতে পারেন।

৮) “নিরাময়” বলতে কি বোঝানো হচ্ছে?

উ: আপনি কোভিড পজিটিভ হওয়ার পরে হাসপাতাল/সেফ হোম থেকে ছুটি পেলে কিংবা হোম আইসোলেশনের সময় অতিক্রান্ত হলে, অথবা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট পেলে, আপনি কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে ধরা হবে।

৯) আমি একজন নারী। আমি কি কনভ্যালেসেন্ট কোভিড প্লাজমা দান করতে পারি?

উ: যদি আপনি কখনো সন্তানধারণ না করে থাকেন, তাহলে পারেন।

১০) আমি কখনো করোনা আক্রান্ত হইনি। কিন্তু টিকাকরণের আগে আমার রক্ত পরীক্ষায় কোভিড অ্যান্টিবডির হদিশ পাওয়া গিয়েছে। আমি কি কনভ্যালেসেন্ট প্লাজমা দান করতে পারি?

উ: এই ব্যাপারেও ভারতে নির্দিষ্ট কোনো আইন বা নিয়মাবলী এখনো নেই। তবে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কমিটির বর্তমান নির্দেশাবলী অনুযায়ী, কোনো সময়ের ব্যবধান ছাড়াই আপনি কনভ্যালেসেন্ট প্লাজমা দান করার উপযুক্ত।.
K V B D O

Advertisement
Advertisement
Advertisement

For Sending News, Photos & Any Queries Contact Us by Mobile or Whatsapp - 9434243363 //  Email us - raghusahu0gmail.com