✍रघुनाथ प्रसाद साहू 9434243363
ऑल इंडिया लोको रनिंग स्टाफ एसोसिएशन की ओर से बीते दिनों एक दिवसीय भूख हड़ताल किया गया। एसोसिएशन के खड़गपुर डिवीजनल सचिव यू. के पात्रो ने बताया कि केंद्रीय संस्थाओं के निजीकरण के विरोध, पुरानी पेंशन नीति लागू करने, रनिंग स्टाफ को रात्रि कालीन भत्ता देने सहित अन्य मांगों को लेकर एक दिवसीय भूख हड़ताल किया गया। 17 सूत्री मांगों को लेकर खड़गपुर के डीआरएम मनोरंजन प्रधान को स्मारक पत्र भी सौंपा गया।
রেল তথা অন্যান্য সরকারি উদ্দোগের নিগমিকরন ও বিলগ্নীকরন, অসুরক্ষিত রেল চলাচল, রাত্রিকালীন ভাতা বন্ধের বিরুদ্ধে এবং পুরাতন পেনশন প্রকল্প চালুসহ ১৭ দফা কেন্দ্রীয় দাবী ও অন্যান্য আঞ্চলিক দাবিতে অল ইণ্ডিয়া লোকো রানিং স্টাফ এ্যাসোসিয়েশন-এর সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে দক্ষিনপূর্ব রেলওয়ের খড়্গপুর সংযুক্ত চালক লবির সামনে ২১শে সেপ্টেম্বর ডিভিশনাল কমিটির একদিবসীয় অনশন সত্যাগ্রহ। এই অনশন সত্যাগ্রহ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। প্রায় ১৮০ জন রানিং স্টাফ এই আন্দোলনে অংশগ্রহন করেন। সংগঠনের ডিভিশন্যাল সম্পাদক ইউ কে পাত্র, শাখা সম্পাদক বি পি পাত্র, সৌমেন মহাপাত্র, কেন্দ্রিয় কমিটির সদস্য মহাদেব ভট্টাচার্য্যসহ অন্যান্য বক্তারা রেল কর্মচারীদের দাবীদাওয়ার সমর্থনে বক্তব্য রাখেন। এছাড়া অল ইণ্ডিয়া গার্ড কাউন্সিল, সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন, রিটায়ার্ড রেলওয়ে এম্পলয়ীজ এশোসিয়েশন ও সাউথ ইস্টার্ন রেলওয়ে মজদূর ইউনিয়নের নেতৃবৃন্দও রানিং কর্মচারীদের আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখেন। এ্যশোসিয়েশনের আঞ্চলিক দাবিসম্বলিত একটি স্মারকলিপি খড়্গপুর রেলওয়ে মণ্ডল প্রবন্ধকের কাছে জমা দিয়ে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
For Sending News, Photos & Any Queries Contact Us by Mobile or Whatsapp - 9434243363 // Email us - raghusahu0gmail.com