केवीबीडीओ के 18 स्थापना दिवस के अवसर पर खड़गपुर शहर के साउथ साइड इलाके में आज पदयात्रा की गई पदयात्रा का उद्घाटन डीआरएम मनोरंजन प्रधान ने किया जिसमें केवीबीडीओ के सचिव डॉ जेबी साहू, बिजनलाल दत्ता व अन्य शामिल हुए।
খড়গপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও থ্যালাসেমিয়া মূক্ত সমাজগড়ার লক্ষ্যে আজ এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে। এই পদযাত্রার সূচনা করেন ডি. আর. এম. শ্রী মনোরঞ্জন প্রধান। পদযাত্রা কে, ভি, বি, ডি, ও , অফিস থেকে শুরু করে ঝাপেটাপুর, মহকুমা হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল থেকে বোগদা হয়ে কে, ভি, বি, ডি, ও অফিসে শেষ হয়। পদযাত্রায় আর. পি. এফ,রেলওয়ে হেল্থ ডিপার্টমেন্ট, স্কাউট গাইড, সেন্ট জন্স অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পদযাত্রায় অংশ গ্রহণ করেন কে. ভি. বি. ডি. ওর সম্পাদক ডা: জে. বি. সাহু, অধ্যাপক শ্রী তপন কুমার পাল,শ্রী প্রভাকর রাও, শ্রীবিজন লাল দত্ত, অচিন্ত্য সিনহা,কৌশিক মন্ডল, পার্থ প্রতিম চক্রবর্তী,সজীব মুখার্জি, সিদ্ধার্থ কামিল্লা,সমীর সিনহা ও পার্থ সারথি মুখার্জি প্রমুখ। স্কাউট গাইড , সেন্ট জনস এম্বূলেন্স , স্কাউট গাইড ফেলোশিপ ,আর পি এফ , রেলওয়ে হেলথ ডিপার্টমেন্ট , বিভিন্ন সামাজিক সংস্থা এই পদযাত্রায় অংশ গ্রহণ করে । পদযাত্রার আকর্ষণ ছিল রণপা চরে প্রচার ।
For Sending News, Photos & Any Queries Contact Us by Mobile or Whatsapp - 9434243363 // Email us - raghusahu0gmail.com