सामाजिक संस्था रेडिएंट द हेल्पिंग स्क्वायड ने रक्तदान शिविर आयोजित कर मनाया डॉ दिवस।सुबह फली जनकल्याण समिति प्रांगण में आयोजित रक्तदान शिविर में कुल 50 लोगों ने किया रक्तदान।इधर स्वर्गीय जतिन मित्र स्मृति रक्षा कमेटी व स्काउट गाइड फेलोशिप की ओर से भी डॉ दिवस मनाया गया
জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে রেডিয়্যান্ট দ্য হেল্পিং স্কোয়াড -এর পক্ষ থেকে সুভাষপল্লী জনকল্যান সমিতিতে ৩য় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। যেখানে ৫ জন মহিলা সহ ৫০ জন রক্তদান করেছেন। আজকের এই শিবিরকে আলোকিত করেছেন চেয়ারম্যান শ্রী প্রদীপ সরকার, কাউন্সিলর রাজু গুপ্তা, ডাঃ সৈকত শীট এর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছারাও উপস্থিত ছিলো সমাজসেবী ডি. বালাজী, বৈদিক হাজরা, সম্রাট রাউৎ, ডি. রবি, প্রাঞ্জল দাশগুপ্ত, উজ্জ্বল মুখার্জি, সিদ্ধার্থ কামিল্যা, সোহম পাল, রনি হাওলাদার, ময়নাক সরকার সহ প্রমুখ। খড়গপুর হসপিটাল দ্বারা সম্পূর্ণ রক্ত সংগ্রহ করা হয়েছে। ধন্যবাদ সমস্ত রক্তদাতাদের আমাদের পাশে থেকে শিবিরটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য।
ডক্টর ডে উপলক্ষে যতীন মিত্র স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকেও ৬, ৭, ৮, ১৯নং ওয়ার্ডের ডাক্তার বাবুদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হয়।
Scout Guide fellowship observe Doctor’s day at Kharagpur SD hospital honouring Super Dr.Uttam mandy
For Sending News, Photos & Any Queries Contact Us by Mobile or Whatsapp - 9434243363 // Email us - raghusahu0gmail.com