हाथीगोला पुल के पास एप्रोच रोड को दुरुस्त करने की मांग को लेकर माकपा ने पीडब्ल्यूडी के असिस्टेंट इंजीनियर को ज्ञापन सौंपा माकपा की ओर से मांग की तक सड़कों पर डिवाइडर बने व हाकरो का पुनर्वास हो।
আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সীমিত সংখ্যক প্রতিনিধি নিয়ে সিপিআইএম খড়্গপুর শহর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে পূর্ত দপ্তরের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ারের কাছে আট দফা দাবী পেশ করা হলো। দ্রুত কংক্রিটের ডিভাইডার বসানো হবে বলে আমাদের জানানো হয়। এছাড়াও ফুটপাত সংস্কারের বিষয়ে গাছ কাটার প্রশ্ন কিছু ক্ষেত্রে রয়েছে।এ বিষয়ে বন দফতর কে অগ্রিম টাকা জমা দেওয়া হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। বিষয়টি নিয়ে তৎপর হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। হাতিগলা পুলের দ্বিতীয় আন্ডারপাসের অ্যপ্রোচ রোডের বিষয়টি নিয়ে বিশেষ ভাবে নজর দেবেন বলে জানিয়েছেন,এর সংগে উচ্ছেদ হওয়া পথ হকার দের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। রাস্তার ওপরেই কিছু ইলেকট্রিক পোল এখনও সমস্যা তৈরি করছে।
এবিষয়ে বিদ্যুৎ দপ্তরের সংগে অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার কথা বলেন। এককথায় সদর্থক আলোচনা হলেও কার্যকর করা বিষয়ে ওনাদের ভূমিকা অনেক বেশি সক্রিয় হতে হবে। এর আগেও এই ইস্যু নিয়ে সিপিআইএম লিখিত দাবিপত্র পেশ করেছিল,তাতে প্লাস্টিকের ডিভাইডার বসিয়ে দায় সেরেছিল বিভাগীয় দপ্তর। বলা বাহুল্য, রিলায়েন্স পাম্প থেকে ইন্দা মোড় চূড়ান্ত দূর্ঘটনা প্রবণ এলা ऋকা। এ বিষয়ে জরুরী ভিত্তিতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সিপিআইএম বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।
উপস্থিত ছিলেন, সবুজ ঘোড়াই, অসিত সরকার, কামারুজ্জামান, জয়দীপ বোস, গৌতম দত্ত, শংকর হালদার প্রমুখ নেতৃবৃন্দ।গণস্বাক্ষর সংগ্রহ করা দাবীপত্র পেশ হলো
13 total views
For Sending News, Photos & Any Queries Contact Us by Mobile or Whatsapp - 9434243363 // Email us - raghusahu0gmail.com