Home Uncategorized बढ़ते प्रदूषण को लेकर खड़गपुर प्रदूषण प्रतिरोध कमेटी की बैठक आयोजित, आंदोलन को व्यापक करने का निर्णय

बढ़ते प्रदूषण को लेकर खड़गपुर प्रदूषण प्रतिरोध कमेटी की बैठक आयोजित, आंदोलन को व्यापक करने का निर्णय

0
बढ़ते प्रदूषण को लेकर खड़गपुर प्रदूषण प्रतिरोध कमेटी की बैठक आयोजित, आंदोलन को व्यापक करने का निर्णय

 

খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজ মালঞ্চা প্রেমহরি ভবনে শিল্প দূষণের ক্ষতিকর এবং আগামীদিনে আন্দোলনের রূপরেখার আলোচনা সভা হলো। কমিটির সদস্য দেবাশীষ দে-দূষণের ফলে মানব শরীরে যে ক্ষতিকর প্রভাব এবং ক্যান্সার সহ বিভিন্ন রোগে যে খড়গপুরবাসী আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে চলেছে তা বিশেষজ্ঞ দ্বারা সচিত্র রিপোর্ট উপস্থাপনা করেন। এবং আগামীদিনে এই দূষণকে নিয়ন্ত্রণ না করলে খড়গপুরবাসীর আরো দূর্ভোগ নেমে আসবে তা আলোচনা হয়।

আজকের এই সভা থেকে বিশিষ্টজনদের সই সম্বলিত খোলা চিঠি প্রকাশ করা হবে দূষণের বিরুদ্ধে। আগামীদিনে দূষণের বিরুদ্ধে মহকুমা অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হবে। আজকের এই সভায় পৌরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর মধু কামী, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক আগরওয়াল, প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ ঘোষ সহ প্রাক্তন সেনা আধিকারিক খড়গপুরবাসীর এই আন্দোলনকে আরো বৃহত্তর গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। আজকের এই সভায় খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আন্দোলনের এখনো সফলতা আলোচনা করেন- সম্পাদক অনিল দাস, সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক রনজিৎ মাঝি ও ড:তপন কুমার পাল মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here